সর্বশেষ

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলে বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত, মামলা প্রক্রিয়াধীন

নড়াইলে বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত, মামলা প্রক্রিয়াধীন

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারে চা দোকানি ও বিএনপি কর্মী আব্দুর রহিমকে (৩৫) কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত রহিমকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন শেখের সমর্থকদের ডাকে গণসমাবেশে অংশ না নেওয়ায় এই হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রহিমের দুই পা ও কোমরে কোপ দেয়, যার ফলে তার শরীরে অন্তত ২০টি সেলাই পড়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তরা পলাতক এবং হুমায়ুন শেখ বিদেশে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।

ডাকসু নির্বাচনের ফলাফল রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্রকাশ

ডাকসু নির্বাচনের ফলাফল রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ধারণা করছি, ৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে। ফলাফল রাত ১১টা থেকে ১২টার মধ্যে প্রকাশ করা হবে।’

বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ইতোমধ্যে গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ১টার মধ্যে অধিকাংশ ভোট কাস্ট হয়ে গেছে, এবং এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।

ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।

নির্বাচনে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, ১৮টি হল সংসদে প্রতিটিতে ১৩টি করে মোট ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের ডাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে, এবং এর বাইরে কিছু প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় লাকেম্বার লাইব্রেরি হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকৌশলী মশিউর রহমান মুন্না, শফিউল আলম শফিক ও আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি নির্বাচন-পরবর্তী বাংলাদেশ গড়ার কাজে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা প্রত্যাশা করেন।

আমীর খসরু বলেন, “আগামী দিনে নির্বাচন যাতে সঠিক সময়ে ও সঠিকভাবে হয়, সেটিই মুখ্য বিষয়। বিএনপি ক্ষমতায় এলে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন হবে। আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।” তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত বিএনপির আদর্শে আপনারা বিশ্বাসী। আপনারা বিদেশে কষ্ট করে দলের কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন। তা অব্যাহত রাখতে হবে।” তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিগত আন্দোলনে তাদের অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। তিনি ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে। একটি চক্র বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছে। এর দাঁতভাঙা জবাব দিতে আমাদের কাজ করে যেতে হবে।” তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাধাদানকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। এছাড়া, তিনি সুখবর দেন যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি অভিবাসীরা এবার নির্বাচনে ভোট দিতে পারবেন, যদিও প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে এখন সরাসরি অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করা যাবে, এবং এই প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া বিএনপির অবদান রয়েছে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোশাধ্যক্ষ মনজুরুল হক আলমগীর। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক সেলিম লকিয়ত। অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম বলেন, “তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের মতোই আদর্শবান কাণ্ডারি হবেন। জিয়ার আদর্শের প্রতিচ্ছবি আমরা তারেক রহমানের মধ্যে দেখি। তিনি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বে বাবার মতোই অবদান রাখবেন।” তিনি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের প্রশংসা করে বলেন, “যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার জিয়াকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন। বিএনপি ৪৭ বছরের ত্যাগ, সংগ্রাম ও ঐতিহ্যের মাধ্যমে এই জায়গায় পৌঁছেছে।”

স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস বিএনপির সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে ৪০ জন শিশু অংশ নেয়। জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া শাখার নব-অনুমোদিত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম শিবলি ও সদস্য সচিব বাদশা বুলবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া, বিএনপির সাংস্কৃতিক সম্পাদক নামিদ ফারহানের তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, যুবদলের জাহাঙ্গীর আলম ও ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান তুহিন, জাহিদুর রহমান, খাজা দাউদ হোসেন, আশওয়াদুল হক বাবু, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, রেজনুর রহমান রুপন, মোস্তাফিজুর রহমান লাবু, জুম্মন হোসেন, মোকসেদ আলম দীপু, মোহাম্মদ মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহেদ, হান্নান রানা, মফিজুল ইসলাম সাগর, আব্দুল আলীম, খাদিজা জামান রুপম, হাসনা হেনা, আজিজুন নাহার মালা, মুরাদ হোসেন, মোহাম্মদ আলী, ওয়ারিস মাহমুদ, আহসান হাবিব, আবু বকর সিদ্দিক, শাহীনূর রহমান, আবুল হোসেন, হারুনর রশিদ, মোহাম্মদ নূরুর হক, ফখরুল হক মুন্না, মোবারক হোসেন, শফিকুল ইসলাম ও আসলাম খান প্রমুখ।

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিরপুরে এনসিপির বিক্ষোভ

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিরপুরে এনসিপির বিক্ষোভ

 আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর-১ থেকে শুরু হওয়া এই মিছিল সরকারি বাংলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে এনসিপির মিরপুরের নেতাকর্মীরা অংশ নেন। নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট জায়েদ। তিনি বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দলটি প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে মিছিল করছে। প্রশাসন এখনো পুরোনো স্বৈরাচারী কাঠামোতেই চলছে, যা দিয়ে জনগণের কল্যাণ সম্ভব নয়।” তিনি আরও বলেন, “জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে। তাই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন। স্বৈরাচারকে সমর্থনদাতাদের বিচার নিশ্চিত করতে হবে।”

এনসিপির নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের ‘পিছনে ফিরে যাওয়া’র রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, যা গণতন্ত্র ও জনগণের স্বার্থের পরিপন্থী।

ডাকসু নির্বাচন: সারজিস আলমের পরামর্শ, বিবেকবোধের ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচন করুন

ডাকসু নির্বাচন: সারজিস আলমের পরামর্শ, বিবেকবোধের ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচন করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দেশব্যাপী আলোচনার শীর্ষে থাকা এই নির্বাচনের প্রাক্কালে ভোটারদের প্রতি সঠিক নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দিয়েছেন ন্যাশনাল সিটিজেন্স প্ল্যাটফর্মের (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি এই পরামর্শ দেন। স্ট্যাটাসে সারজিস লিখেছেন, “নাজিরাবাজার, স্টার কাবাব এলাকা, ডিপার্টমেন্ট, ক্লাব কিংবা অভিনব আরও অনেক কোরাম বা ইজম—সবকিছু আজকে রাতে ঘুমানোর আগে পর্যন্তই মনে রাখবেন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট পদে সেই মানুষটাকে নির্বাচিত করবেন, যিনি আপনার বিবেকবোধের জায়গা থেকে ওই পদে সবচেয়ে যোগ্য।”

তিনি আরও বলেন, “যোগ্যতা মানে এটা নয়, কার সিজিপিএ কত কিংবা কে ওই বিষয়ে কতটা দক্ষ। ওই বিষয়ে তার কিছুটা ধারণা থাকতে হবে—এটা যেমন ঠিক, তেমনি এটাও মনে রাখতে হবে, আপনি এখানে একাডেমিশিয়ান নির্বাচিত করছেন না। আপনি আপনার লিডার নির্বাচিত করছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব নির্বাচিত করছেন।”

সারজিস তার স্ট্যাটাসে জোর দিয়ে বলেন, “আপনার লিডার এমন হতে হবে, যিনি সরকার পালাবদলের পরও আপনার অধিকার আদায়ের লড়াইয়ে আপসহীন থাকবেন, সাহস নিয়ে যৌক্তিক দাবি আদায়ে ক্ষমতার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন। ইশতেহার দেওয়া, নির্বাচিত হওয়া আর দাবি আদায় করে বাস্তবায়ন করার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনি ডাকসুতে নিজের ভোট দেওয়ার সময় নিজের বিবেকবোধের সঙ্গে যতটুকু ন্যায়বিচার করবেন, আগামীর বাংলাদেশ থেকে নিজের প্রতি ঠিক ততটুকুই ন্যায়বিচার প্রত্যাশা করবেন। ডাকসুর জয় হোক।”

ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: খালেদা জিয়ার অবদান ও গণতন্ত্রের লড়াইয়ের প্রতিশ্রুতি

ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন: খালেদা জিয়ার অবদান ও গণতন্ত্রের লড়াইয়ের প্রতিশ্রুতি

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশনেত্রী খালেদা জিয়ার অবদান তুলে ধরে বলেন, “দেশনেত্রী দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে এবং গত ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কখনো মাথা নত করেননি।”


তারেক রহমানকে ভবিষ্যতের নেতৃত্বদাতা হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, “দেশের মানুষ আজ তার দিকে তাকিয়ে আছে। তার নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে।” তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা এবং ভিশন ২০৩০–এর মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছে। বর্তমানে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে অর্থনীতি, রাজনৈতিক কাঠামো ও রাষ্ট্রের ভেঙে পড়া প্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি।


মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট শাসনে’ দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ সময়ে বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলোর হাজারো নেতাকর্মী মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, “২৪ জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ, যুবক, নারী ও শিশু তাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে প্রাণ দিয়েছে। ঠাকুরগাঁওয়ে গত ১৫ বছরে আমাদের ১২ জন সহকর্মী শহীদ হয়েছেন, শুধু জুলাই মাসেই প্রাণ দিয়েছেন চারজন। আওয়ামী লীগ এখানে ৭৫টি মামলা দিয়ে প্রায় সাড়ে ৭ হাজার নেতাকর্মীকে হয়রানি করেছে।”


তিনি আরও বলেন, “আজকের এই সম্মেলন আমাদের কাছে আনন্দের, তেমনি দুঃখেরও। আনন্দের কারণ, আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক কার্যক্রম চালাতে পারছি। আর দুঃখের কারণ, আমরা অনেক প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি।” স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ফখরুল বলেন, “জিয়াউর রহমান একটি দল গড়ে দিয়েছিলেন, যে দল গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে।”


বিকাল সাড়ে তিনটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে জানানো হয়।

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ আসার আগেই পলায়ন

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ আসার আগেই পলায়ন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের এই মিছিলে সরকারের পদত্যাগের দাবি জানানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিছিল শুরুর আগে কয়েকশ ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেন। এরপর হঠাৎ স্লোগান দিতে দিতে তারা মহাসড়কে মিছিল শুরু করেন। কয়েক মিনিট স্থায়ী এই মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে মিছিলকারীরা প্রায় ২০-৩০ মিনিট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

স্থানীয় সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লা দক্ষিণ জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ধরনের অবৈধ সমাবেশ ও মিছিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।